১। এক কাপ জাম্বুরা বা কমলার রস।
২। দুই চামচ আপেল সিডার ভিনেগার।
৩। এক চা চামচ মধু।
এইসকল উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রতিবেলা যে কোন খাবার খাওয়ার আগে এই জুসটি খান। এই জুস খুব দ্রুত ওজন হ্রাস করে ও দেহে ভিটামিন সি এর অভাব জনিত সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি দেহের হজম শক্তি বৃদ্ধি করে।
এক সপ্তাহ টানা চেষ্টা করেই দেখুন না!
আপনার ওজন বেশ খানিকটা করে যাবে।
তথ্য সূত্রঃ healthdigezt.com
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন