মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

দাগমুক্ত উজ্জ্বল কোমল ত্বক মাত্র ২০ মিনিটে

গরমকাল মানেই ত্বক একেবারেই নষ্ট হয়ে যাওয়া। রুঢ় আবহাওয়া, কড়া রোদ, ধুলোবালিতে ত্বকের একেবারে বারোটা বেজে যায়। এরই সাথে শুরু হয় ব্রণের উপদ্রব। কিন্তু এই উপদ্রবগুলো থেকে মুক্তি পেতে বাড়তি কিছুই করার প্রয়োজন নেই। মাত্র ২০ মিনিট সময় হাতে নিয়ে ১ টি ফেস মাস্কের সাহায্যে সামান্য একটু যত্নে পেতে পারেন দাগমুক্ত উজ্জ্বল কোমল ত্বক। চলুন তাহলে দেখে নেয়া যাক খুব সহজ উপায়টি। 

ফেস মাস্কের উপকারিতাঃ

প্রথমেই জেনে নিন এই ফেস মাস্কটির দারুণ কিছু উপকারিতা-
  • - ব্রণের দাগ দূর করে
  • - রোদে পোড়া দাগ দূর করে
  • - ত্বকের বয়সের ছাপ দূর করে
  • - মুখের অবাঞ্ছিত লোম দূর করে
  • - ডার্ক সার্কেল দূর করে
  • - ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে

জেনে নিন ফেসমাস্ক তৈরি ও ব্যবহার করার পদ্ধতি

যা যা লাগবেঃ 
- ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
- ১ টেবিল চামচ বেসন বা চালের গুঁড়ো
- তৈলাক্ত ত্বকের জন্য ২ টেবিল চামচ টকদই
শুষ্ক ও সাধারণ ত্বকের জন্য ২ টেবিল চামচ অলিভ অয়েল/নারকেল তেল
- আধা চা চামচ মধু
পদ্ধতি ও ব্যবহার বিধিঃ
  • - প্রথমে সবকটি উপকরণ একটি বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। পেস্টের মতো তৈরি করুন।
  • - হাত দিয়ে বা ব্রাশের সাহায্যে পুরো ত্বকে ভালো করে লাগিয়ে নিন পেস্টটি।
  • - ২০ মিনিট পর ভালো করে ধুয়ে মুছে ফেলুন।
  • - যদি ত্বকের হলদে ভাব দূর করতে সমস্যা হয় তাহলে মেকআপ রিমুভার বা টোনার দিয়ে ভালো করে মুখ মুছে ফেলুন। হলদে ভাব দূর হয়ে যাবে।
  • - যাদের ত্বকে অনেক বেশি দাগ ও ব্রণের সমস্যা তারা সপ্তাহে ৩ বার এই মাস্কটি ব্যবহার করুন এবং যাদের ত্বক স্বাভাবিক তারা সপ্তাহে ১ বার অন্তত এই মাস্কটি ব্যবহার করুন। দারুণ ফল পাবেন।
বিস্তারিত জেনে নিতে ছোট্ট ভিডিওটি দেখে নিন।গরমকাল মানেই ত্বক একেবারেই নষ্ট হয়ে যাওয়া। রুঢ় আবহাওয়া, কড়া রোদ, ধুলোবালিতে ত্বকের একেবারে বারোটা বেজে যায়। এরই সাথে শুরু হয় ব্রণের উপদ্রব। কিন্তু এই উপদ্রবগুলো থেকে মুক্তি পেতে বাড়তি কিছুই করার প্রয়োজন নেই। মাত্র ২০ মিনিট সময় হাতে নিয়ে ১ টি ফেস মাস্কের সাহায্যে সামান্য একটু যত্নে পেতে পারেন দাগমুক্ত উজ্জ্বল কোমল ত্বক। চলুন তাহলে দেখে নেয়া যাক খুব সহজ উপায়টি।

ফেস মাস্কের উপকারিতাঃ

প্রথমেই জেনে নিন এই ফেস মাস্কটির দারুণ কিছু উপকারিতা-
  • - ব্রণের দাগ দূর করে
  • - রোদে পোড়া দাগ দূর করে
  • - ত্বকের বয়সের ছাপ দূর করে
  • - মুখের অবাঞ্ছিত লোম দূর করে
  • - ডার্ক সার্কেল দূর করে
  • - ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে

জেনে নিন ফেসমাস্ক তৈরি ও ব্যবহার করার পদ্ধতি

যা যা লাগবেঃ 
- ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
- ১ টেবিল চামচ বেসন বা চালের গুঁড়ো
- তৈলাক্ত ত্বকের জন্য ২ টেবিল চামচ টকদই
শুষ্ক ও সাধারণ ত্বকের জন্য ২ টেবিল চামচ অলিভ অয়েল/নারকেল তেল
- আধা চা চামচ মধু
পদ্ধতি ও ব্যবহার বিধিঃ
  • - প্রথমে সবকটি উপকরণ একটি বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। পেস্টের মতো তৈরি করুন।
  • - হাত দিয়ে বা ব্রাশের সাহায্যে পুরো ত্বকে ভালো করে লাগিয়ে নিন পেস্টটি।
  • - ২০ মিনিট পর ভালো করে ধুয়ে মুছে ফেলুন।
  • - যদি ত্বকের হলদে ভাব দূর করতে সমস্যা হয় তাহলে মেকআপ রিমুভার বা টোনার দিয়ে ভালো করে মুখ মুছে ফেলুন। হলদে ভাব দূর হয়ে যাবে।
  • - যাদের ত্বকে অনেক বেশি দাগ ও ব্রণের সমস্যা তারা সপ্তাহে ৩ বার এই মাস্কটি ব্যবহার করুন এবং যাদের ত্বক স্বাভাবিক তারা সপ্তাহে ১ বার অন্তত এই মাস্কটি ব্যবহার করুন। দারুণ ফল পাবেন।
  • প্রিয়
বিস্তারিত জেনে নিতে ছোট্ট ভিডিওটি দেখে নিন। 
https://www.youtube.com/watch?v=UN6Ck5uDgM0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন