শনিবার, ১৬ মার্চ, ২০১৩

মর্নিং মেক-আপ রুটিন


চোখ
* প্রথমে নজর দিন চোখে। ব্লটিং অন প্রাইমার লাগান। চোখের আইকালার বেশিক্ষন থাকবে।
* চেস্টনাট বা ন্যাচারাল ব্রাউন কালার আইশ্যাডো বাছুন। মোটামুটি সব রঙের ত্বকের সঙ্গে মানানসই।
* চোখের পাতার মাঝের অংশে একশেড লাগান। চোখের পাতার ওপরের অংশে আইশ্যাডো গাঢ় করে লাগান।
* চারকোল বা ব্রাউন রঙের কাজল পরুন।
* ট্রান্সপারেনট মাসকারা ট্রাই করতে পারেন। 




ঠোট
* ন্যাচারাল কালার লিপস্টিক ব্যাবহার করুন। হাতের নখও ভাল করে কেটে একই রঙের নেলপালিশ লাগান।
* পিচ রঙের গ্লাস লাগান। আল্ট্রা-শিমার বেসড গ্লাস লাগাতে পারেন। 

 
 
গাল
* সকালে বেরলে ফাউন্ডেশন লাগাবেন না। হালকা কম্প্যাক্ট লাগান।
* চিকবোনে হালকা ব্রাশ লাগাতে পারেন। তবে গাল থেকে কান পর্যন্ত পুরো অংশে ব্রাশ লাগানোর দরকার নেই। দিনের বেলায় ব্রাশ অন না ব্যবহার করাই ভাল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন