জন্য বাসাতেই করে ফেলুন হেয়ার স্পা খুব সহজে।
-প্রথমে খানিকটা তেল (নারকেল তেল/অলিভ অয়েল/বাদাম তেল) হালকা গরম করে নিয়ে চুলের গোড়ায় মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন।
-গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে চিপে নিন। তোয়ালেটি মাথায় পেচিয়ে রাখুন ১০-১৫ মিনিট।
-এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
-চুলে কন্ডিশনার লাগান। লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার দূর করুন। হালকা করে চুল মুছে নিয়ে নিন।
-একটি বাটিতে চুলের ঘনত্ব অনুযায়ী ৩/৪ টেবিল চামচ পেঁয়াজের রস নিয়ে এতে ২/৩ টেবিল চামচ মধু দিয়ে মিশিয়ে নিন। চুলে লাগান ভালো করে।
-আবার একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চিপে নিন। তোয়ালেটি মাথায় পেচিয়ে রাখুন ১০-১৫ মিনিট।
-শ্যাম্পু ছাড়া চুল ধুয়ে ফেলুন পানি দিয়ে।
সপ্তাহে ১ বার এই হেয়ার স্পা করলেই চুল ও মাথার ত্বকের অনেক সমস্যা থেকে রেহাই পাবেন।
প্রিয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন